ব্যাংককে স্বাধীনতা দিবস উদ্‌যাপন ও কূটনৈতিক সংবর্ধনার আয়োজন

বাংলাদেশ দূতাবাস, ব্যাংকক গতকাল মঙ্গলবার যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৪ উদ্‌যাপন করেছে। দিনের শুরুতে সকালে রাষ্ট্রদূত মো. আবদুল হাই দূতাবাস প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন। এরপর মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি সম্মান প্রদর্শন করে এক মিনিট নীরবতা পালন করা হয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের অন্যান্য শহীদ সদস্য ও শহীদ বীর মুক্তিযোদ্ধাদের আত্মার শান্তি কামনা এবং দেশের অব্যাহত শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। অনুষ্ঠানে দূতাবাসের সব কর্মকর্তা-কর্মচারী ও প্রবাসী বাংলাদেশি কমিউনিটির ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এরপর রাষ্ট্রদূত মো. আবদুল হাই বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর প্রদত্ত বাণী পাঠ করেন যথাক্রমে দূতাবাসের মিনিস্টার (রাজনৈতিক) ও মিশন উপ-প্রধান মালেকা পারভীন, মিনিস্টার (কনস্যুলার) হাসনাত আহমেদ ও কাউন্সেলর (ইকোনমিক) সারোয়ার আহমেদ সালেহীন। এ আয়োজনে সঞ্চালনায় ছিলেন দূতাবাসের কাউন্সেলর ও দূতালয়প্রধান মো. মাসূমুর রহমান
Facebook
Twitter
LinkedIn

আরও পড়ুন