২১ দিন পর অনশন ভাঙলেন লাদাখের ‘র‌্যাঞ্চো’

দেশের স্বার্থে ভেবেচিন্তে ভোট দেওয়ার আবেদন জানিয়ে অনশন ভাঙলেন বাস্তবের ‘র‌্যাঞ্চো’ ভারতের লাদাখের শিক্ষাবিদ ও পরিবেশ আন্দোলনকর্মী সোনম ওয়াংচুক। কেন্দ্রশাসিত অঞ্চলকে দেওয়া যাবতীয় প্রতিশ্রুতি আদায়ের দাবিতে টানা ২১ দিন হাড়হিম ঠান্ডা উপেক্ষা করে লাদাখের রাজধানী লেহতে খোলা আকাশের নিচে কাটিয়ে দিলেন তিনি।

অনশন ভেঙে ওয়াংচুক বলেন, আন্দোলন তিনি চালিয়ে যাবেন; লড়াইও। প্রতিশ্রুতি পূরণ না হওয়া পর্যন্ত থামবেন না।

লাদাখবাসীর উদ্দেশে এই শিক্ষাবিদ বলেন, পাঁচ বছর আগে ২০১৯ সালের লোকসভা ভোটের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অনেক প্রতিশ্রুতি দিয়েছিলেন। একটিও পূরণ করা হয়নি। আবার লোকসভার ভোট আসছে। লাদাখের জনগণ যেন ভেবেচিন্তে বিবেচনা করে ভোট দেন।

Facebook
Twitter
LinkedIn

আরও পড়ুন